বিশ্ববাজারে ব্যাপক দরপতনে গমের বাজার

Posted on October 4, 2023

অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে গমের ব্যাপক দরপতন ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম আরেক ধাপ কমেছে। এতে ভোগ্যপণ্যটির মূল্য ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

আরও পড়ুন-আরও কমলো সয়াবিনের দাম !

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক রাশিয়া সস্তায় ব্যাপক পরিমাণে গম রপ্তানি করছে। 

পাশাপাশি আরেক বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাতে ভোগ্যপণ্যটির দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে। 

আরও পড়ুন-জেনে নিন কোন দেশের মুদ্রা আজকে বাংলা টাকায় কত

আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও কমতে পারে টাকার মান

অস্ট্রেলিয়ান কৃষি ব্রোকারেজ আইকন কমোডিটিজির উপদেষ্টা পরিষেবার পরিচালক ওলে হাউ বলেন, অদূর ভবিষ্যতে গমের দাম আরও কমতে পারে। ফলে চাহিদা হ্রাস পেয়েছে। এখন শুধু যা প্রয়োজন তা কিনছেন ক্রেতারা।

আরও পড়ুন- ৭ মাসের মধ্যে সর্বনিম্নে সোনার দাম

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৫ দশমিক ৬৩ ডলারে।

এর আগে গত শুক্রবার বুশেলপ্রতি গমের দর নিষ্পত্তি হয় ৫ দশমিক ৪০ ডলারে। ২০২০ সালের সেপ্টেম্বরের পর যা সবচেয়ে কম।

ইতোমধ্যে ইউএস কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ২০২৩ সালে মার্কিন মুলুকে গমের উৎপাদন বেড়ে দাঁড়াবে ১ দশমিক ১৮২ বিলিয়ন বুশেলে। ১ মাস আগে যে আভাস ছিল ১ দশমিক ৭৩৪ বিলিয়ন বুশেল।

এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)  শস্য পর্যবেক্ষণ সেবা সংস্থা মার্স জানিয়েছে, চলতি বছর রাশিয়ার গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৮৯ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টনে। গত জুনে যে পূর্বাভাস ছিল ৮৬ দশমিক ৭ মিলিয়ন টনে। 

মূলত এই দুই দেশ থেকে সরবরাহ ও রপ্তানি বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায়  বিশ্ববাজারে গমের ব্যাপক দরপতন হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সোমবার গমের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

কর্পোরেট সংবাদ/এএইচ