ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না অধিনায়ক লরিসকে

Posted on January 11, 2023

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের বিশ্বকাপে অধিনায়ক ও গোলকিপার হিসেবে হাতে তুলেছিলেন মহার্ঘ্য সোনালি ট্রফি। চার বছর পর ফের একবার মেগা ফাইনাল জিতলে প্রথম অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জেতার নজির গড়ার এক অনন্য নজির গড়ে ফেলতে পারতেন ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস। কিন্তু তাঁর স্বপ্নপূরণ হয়নি।

লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে কাপ যুদ্ধের মেগা ফাইনাল হেরে যায় তাঁর ফ্রান্স। আর সেই হারের জ্বালায় ৩৬ বছরের গোলকিপার এতটাই বিদ্ধ যে তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন।

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা বলেছেন লরিস। বিশ্বকাপ এখন অতীত। সামনে ইউরো কাপ। এদিকে দিদিয়ের দেশঁর সঙ্গে চুক্তি নবীকরণ করেছে ফরাসি ফুটবল সংস্থা। তাঁর হাতেই ফ্রান্সের জাতীয় ফুটবল দলের রিমোট কন্ট্রোল। এর মধ্যেই খবর হুগো লরিস দেশের হয়ে আর খেলবেন না।

লরিস সাক্ষাৎকারে বলেছেন, 'বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গ্লাভসজোড়া তুলে রাখার ভাবনাচিন্তা করছিলাম। তাই শেষ পর্যন্ত অবসর নিয়ে ফেললাম। ইউরোর যোগ্যতাপর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেওয়ার সেরা সময়।' ২০০৮ সালে অভিষেক হয়েছিল লরিসের। ফ্রান্সের হয়ে লরিস খেলেন ১৪৫টি ম্যাচ। ১২১টি ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেন।

পরিবারকে আরও বেশি সময় দিতে চান লরিস। ক্লাব ফুটবল তিনি খেলে যাবেন আরও কয়েকবছর। ফ্রান্সের হয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষ হয়ে গেল লরিসের। তাঁর পরিবর্তে ফ্রান্সের গোল আগলাবেন কে? লরিস নিজে বলছেন মাইক মিনঁর কথা। দীর্ঘদিনের গোলকিপার লরিসকে ছাড়াই এবার এগিয়ে যেতে হবে ফরাসি ফুটবলকে। ইউরোর যোগ্যতা পর্বে আগামী ২৪ মার্চ নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স। দলের হেড কোচ দিদিয়ের দেশঁর চোখ এখন সেদিকেই।

আরও পড়ুন:

এখন থেকে বরিশালের অধিনায়ক সাকিব –

সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন গ্যারেথ বেল

১২০ বছরের ইতিহাস ভাঙল রিয়াল মাদ্রিদ