December 29, 2024 - 3:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

spot_img

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ইউরোর কোয়ার্টার ফাইনালে শনিবার (৬ জুলাই) মুখোমুখি হয় ফ্রান্স-পর্তুগাল। জার্মানির হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না এলে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। যেখানে ৫-৩ গোলে হারে পর্তুগাল। নিশ্চিত হয় বিদায়, অন্যদিকে সেমি ফাইনালে পা রাখে ফ্রান্স।

প্রথমার্ধের ম্যাড়ম্যাড়ে খেলা আড়মোড়া ভেঙে ওঠে দ্বিতীয়ার্ধে। আক্রমণাত্মক ফুটবল প্রদর্শনীতে দর্শকদের উৎকন্ঠায় রেখেছে দুদলই। তবে, গোল ছাড়া সবই হয়েছে দ্বিতীয়ার্ধে। ফ্রান্স সুযোগ পেয়েছে কমপক্ষে গোটা চারেক। কখনও কলু মুয়ানি মিস করেছেন ওয়ান টু ওয়ানে, কখনও লক্ষ্যভ্রষ্ট হয়েছে কামাভিঙ্গার শট। উসমান ডেম্বেলের একটি শট বার পোস্ট ঘেঁষে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পায় পর্তুগাল। পর্তুগালও কয়েকটি আক্রমণ করেছিল। ব্রুনো ফার্নান্দেজের শট কিংবা ফিরতি বলে রোনালদোর ব্যাক হিল– কাজে আসেনি কিছুই। শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে ম্যাচের ফল গোলশূন্য। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুদল চেষ্টা চালিয়েছে। তবু, কেন যেন গোল হয়ে উঠছিল না। দুদিকেই প্রতিপক্ষ রক্ষণের চেয়ে নিজেদের ফিনিশিং ভুগিয়েছে ফ্রান্স ও পর্তুগালকে। যার ফলশ্রুতিতে খেলা টাইব্রেকারে যায়। টাইব্রেকে ফ্রান্সের হয়ে প্রথম শটে গোল করেন উসমান ডেম্বেলে। যার পাল্টা জবাবে গোল করেন রোনালদো। প্রথম তিন শটের তিনটিতেই সফল হয় ফ্রান্স। পর্তুগাল মিস করে তিন নম্বর শট। জোয়াও ফেলিক্স বল বারে মারলে এগিয়ে যায় ফ্রান্স। পরের দুই শটে গোল করে সেমি ফাইনাল নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পেরা।

এর আগে ইউরোপের দুই পাওয়ার হাউজ ফুটবল দল প্রথম ৪৫ মিনিটে বলার মতো কোনো আক্রমণও তৈরি করতে পারেনি সেভাবে। শুরু থেকেই অবশ্য চেষ্টা ছিল দুদলের। তবে, বল দখলের লড়াইয়ে রাখতে গিয়ে ঠিকভাবে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারেননি কেউ। পর্তুগালের দিক থেকে বলার মতো এতটিই আক্রমণ ছিল পুরো প্রথমার্ধে। ১৫ মিনিটের ব্রুনো ফার্নান্দেজের নেওয়া শটটি কর্ণারের বিনিময়ে বাঁচায় ফরাসি রক্ষণভাগ। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে তার গতি দিয়ে পর্তুগিজ রক্ষণকে ছিটকে দিয়েছে একাধিকবার, পায়নি শেষ পরিণতি।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পর্তুগাল। ব্যবধান ৫৬-৪৪ শতাংশ। আক্রমণে কেউই ভালো করেনি। সেলেকসাওরা যেখানে আক্রমণ করেছে মোটে দুটি, ব্লুরা করেছে তিনটি। বেশ ছন্নছাড়াই মনে হয়েছে দল দুটিকে। আক্রমণভাগে যা স্পষ্ট ফুটে উঠেছে। প্রথমার্ধে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়েই।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন ফিরিয়ে আগামী ২০২৬‌ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয়...

‘টপ কমান্ডারদের’ বিচার একবছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত ‘টপ কমান্ডার’ বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়।...

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে...

রাষ্ট্র কর্তৃক আহতদের আশানুরূপ সুচিকিৎসা নিশ্চিত হয়নি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা...

ফ্রিজ, এসি-টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন...

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত...

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি...

টোলপ্লাজায় নিহত ৬: চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক...