আমি কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না: তামিম

Posted on September 27, 2023

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নানা আলোচনার শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও নেই ওপেনার তামিম ইকবাল।

ইতোমধ্যে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের দল।

টাইগাররা দেশ ছাড়ার আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।

এসব নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কথা বলেন তামিম ইকবাল।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে। এটা পুরোপুরি ভুয়া কথা

দেশ সেরা এ ওপেনার বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।

নিউজিল্যান্ডের পর দ্বিতীয় ওয়ানডের পর নিজের ফিটনেসের অবস্থা নির্বাচকদের জানিয়েছিলেন। সেই সময় তিনি বলেননি যে, তিনি বিশ্বকাপে খেলবেন। বাঁহাতি ওপেনার তার ফিটনেসের বিষয়টি মাথায় রেখে দল ঘোষণা করতে বলেছিলেন।

“যে জিনিসটা আমি নির্বাচকদের বলেছিলাম। আমি বলেছিলাম যে, দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যেমন একটু ব্যথা আছে। তো আপনারা যখন টিম সিলেক্ট করবেন এই বিষয়টি মাথায় রেখে সিলেক্ট করবেন”|

তামিম নিজে থেকে বিশ্বকাপে খেলতে চান না, তবে এই বিষয়টি পরিষ্কার করেছেন বাঁহাতি ওপেনার। তামিমকে নিচে ব্যাটিং করার কথা বলেছিলেন বিসিবির এক কর্মকর্তা। এ কারণেই তিনি তাকে জানান, আপনারা আমাকে এরকম নোংরামির মধ্যে তিনি থাকতে চাননা।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://fb.watch/njQ4GDinqg/

আরও পড়ুন:

হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

দেখে নিন বিশ্বকাপের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম