বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। একসঙ্গে দেশের ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ দর্শকের প্রশংসা পাচ্ছে। গত বৃহস্পতিবার (২০ জুন) ওটিটি প্লাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। দুইদিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে দর্শকনন্দিত এই গানটি। রোববার দুপুর ১টা পর্যন্ত ইউটিউবে ৬.৮ মিলিয়ন ভিউ হয়েছে এটির। এরই মধ্যে গানের মন্তব্য এসেছে ১০ হাজারেরও বেশি।
এরআগে ট্রেলারে অল্পকিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিলো যে, গানটি মুক্তির সাথে সাথেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।
‘তুফান’ এ সব শিল্পী সেরাটা দিয়েই অভিনয় করেছেন। নাবিলার এত সহজ-সুন্দর, স্বাভাবিক অভিনয় দর্শকের নজর কেড়েছে। ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। মিমি চক্রবর্তী ছিলেন বিশেষ আকর্ষণ। দুইটি গানেই তার প্রমাণ দেখিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে ‘তুফান’ মাইলফলক হয়ে গেল; এমনটাই মনে করছেন দর্শকরা।