সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আলীমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে'। উপজেলা মৎস্যজীবী লীগের এক সভার সিদ্ধান্তে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে বহিস্কার করা হয়েছে।'
উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ও যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৯ আগষ্ট মোহনপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে নানা বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তিনি নোটিশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তিমূলক মন্তব্য করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়'।
জাতীয় মৎস্যজীবী সমিতির কার্ড বিক্রি করে অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আব্দুল আলিমের বিরুদ্ধে।
বিনামূল্যে চাল, ডাল দেয়ার কথা বলে বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীদের নিকট কার্ড বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছেন উল্লাপাড়া শাখার জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। টাকার বিনিময়ে কার্ড বিক্রি করে দিয়েছেন বলে জানান জাতীয় মৎস্যজীবী সমিতির উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম কে বহিষ্কার করা হয়।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উল্লাপাড়ায় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বহিষ্কার https://corporatesangbad.com/43796/ |