স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দল নিয়ে হবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। আসর শুরুর আগে ৪ আগস্ট হবে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে।
ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ক্রিকবাজ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে আসরে খেলা দশ দলের অধিনায়কই। সেখানে তুলে ধরা হবে অংশগ্রহণ করা দলগুলোর ইতিহাস-ঐতিহ্য। ১০ দলের অধিনায়কদের নিয়ে থাকবে বিশেষ পর্বও।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআইয়ের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন আইসিসির নির্বাহী সদস্যরা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বোর্ড কর্মকর্তারাও থাকছেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়।
ভারতের মাটিতে বিশ্বকাপ মানেই অবধারিতভাবেই দেশটির বিনোদন জগতের তারকারা তো থাকছেনই। নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতাতে দেখা যাবে বলিউডের তারকাদের। নাচে গানে মঞ্চ মাতাবেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অবশ্য অংশগ্রহণকারী দলগুলো ভারতের মাটিতে পা রাখবে। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে অংশ নেওয়া দলগুলো। প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দলও।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। দুটি ম্যাচই আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর। এই ম্যাচটিও গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এটিই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।
আরও পড়ুন:
সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’: আকাশ চোপড়া
৩৬ বছর বয়সেই না ফেরার দেশে রেসলার ব্রাই ওয়াট