বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এবার সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (৮ সেপ্টেম্বর)।
যেহেতু বাংলাদেশে বৃহস্পতিবার সিনেমা মুক্তির নিয়ম নেই, তাই বাংলাদেশে ‘জাওয়ান’ দেখা যাবে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে।
দক্ষিণের অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
অ্যাকশন-কাট প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন ফেসবুকে এক পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে ছবিটি। জাওয়ান হতে যাচ্ছে প্রথম সিনেমা, যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশে। তবে ৭ সেপ্টেম্বর নয়, বরং ৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। কারণ, বাংলাদেশে বৃহস্পতিবার সিনেমা মুক্তির নিয়ম নেই।
‘জাওয়ান’এ কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
উল্লেখ্য, গত মে মাসে সরকার সিদ্ধান্ত নেয়, বছরে ১০টি হিন্দি ছবি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেয়া যাবে। এই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। ভারতে মুক্তির প্রায় চার মাস পর বাংলাদেশে এলেও ছবিটি সাড়া পেয়েছিল বেশ। তবে গত শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পাওয়া সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি খুব একটা সাড়া পাচ্ছে না।
আরও পড়ুন:
এবার বাংলাদেশে সালমানও ব্যর্থ, চলছে না সিনেমা