November 23, 2024 - 4:46 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশপুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ পুলিশ সদস্যের

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সলিমপুর রেলগেইট ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই রেল ক্রসিং এ সময় কোন গেটম্যান ছিল না এবং সিগনাল বাঁশও ওঠানো ছিলো। সকাল থেকেই গেইট ম্যান বিপু ডিউটিতে ছিলেন না।

সীতাকুন্ড মডেল থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল হোসাইন (কনস্টেবল নং-২০৯১), মিজান (কনস্টেবল নং-৯৮১) ও ইস্কান্দার (কনস্টেবল নং-১০৯) নামে তিনজন নিহত হয়েছেন। ওই গাড়িতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন এএসআই সুজন শর্মাসহ অপর পুলিশ সদস্য, যিনি গাড়ি চালাচ্ছিলেন। এটি ছিল থানার মোবাইল গাড়ি।

সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট অংশে রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম ছেড়ে আসা সোনার বাংলায় এক্সপ্রেস ট্রেনের সাথে পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন পুলিশ নিহত হন। এছাড়াও গাড়িতে থাকা এসআই সুজন শর্মা ও সমর চন্দ্র সরকারসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্যদের নামে ০৩ তিনটি অস্ত্র শট গান ভেঙ্গে যায়, তাদের নামে গুলির মধ্যে ১৬ (ষোল) রাউন্ড শট গানের গুলি পাওয়া যায়। এসআই সুজন শর্মা নামে ইস্যুকৃত পিস্তল গুলি ও পাওয়া যায় নাই। পাশাপাশি পুলিশের পিকআপটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...