স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-১ হারতে হয়েছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার ভিয়ারিয়ালের ঘরের মাঠে এল মাদ্রিগালে গিয়ে হেরেছে কার্লো অ্যানসেলোত্তির শিষ্যরা। আর এই ম্যাচে রিয়াল যা করল তা ঘটেনি টানা ৪৪৩৫ ম্যাচ। ১২০ বছরের ইতিহাসে কখনও ঘটেনি এমনটা। রিয়াল প্রথম একাদশ সাজিয়েছিল কোন স্প্যানিশ ফুটবলারকে ছাড়াই।
লুকাস ভাজকোয়েজ, মার্কো আসেনসিও, ড্যানি সেবালোস, নাচো ফার্নান্ডেজ, জিসাস ভালেজো ও লুইস লোপেজকে ডাগ আউটে রেখেই ১১জনকে বেছে নিয়েছিলেন কাকা।
রিয়াল এই মৌসুমে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে হারল। এই ম্যাচে ৪৭ মিনিটে রিয়ালকে পিছিয়ে দিয়েছিল পিনোর গোল। এরপর ৬০ মিনিটে বেঞ্জেমার পেনাল্টিতে করা গোলে রিয়াল সমতায় ফেরে। এর ঠিক তিন মিনিট পর জেরার্ড মোরেনোর গোলে ভিয়ারিয়াল ২-১ জিতে মাঠ ছাড়ে।
এই মুহূর্তে বার্সেলোনা লিগ টেবলে একে (১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট)। রিয়াল দুয়ে (১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট)। সমসংখ্যক পয়েন্ট পেয়েও গোল পার্থক্য়ে পিছিয়ে রিয়াল। তিনে রিয়াল সোসিদাদ (১৬ ম্যাচে ৩২ পয়েন্ট)।
আরও পড়ুন:
আইএলটি মাতাতে তর সইছে না ইংলিশ ব্যাটারের
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১২০ বছরের ইতিহাস ভাঙল রিয়াল মাদ্রিদ https://corporatesangbad.com/4319/ |