বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে পরিচিত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেছেন এই অভিনেতা।
জানা গেছে, চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। বর্তমানে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।
এর আগে ২৪ আগস্ট চাষী আলমের গ্রামের বাড়িতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অভিনেতার গায়ে হলুদ।
বিয়ে প্রসঙ্গে চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাব।
গায়ে হলুদ অনুষ্ঠানের এক ফাঁকে এই অভিনেতা বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সবারই মেয়ে পছন্দ হয়েছে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। শুক্রবার গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।
প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।
আরও পড়ুন: