অনলাইন ডেস্ক : মাদাগাস্কারে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮০ জন আহত হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (২৫ আগস্ট) আফ্রিকার দেশটির রাজধানী আন্তানানারিভোর মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটে। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে অতিরিক্ত ভিড় থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে। মাদাগাস্কারের বারিয়া স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন।
সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এবারই প্রথম নয় এই টুর্নামেন্টের সময় এমন দুর্ঘটনার। এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল।
১৯৭৭ সাল থেকে চালু হয় ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস টুর্নামেন্টটি। প্রতি চার বছর পরপর বসে টুর্নামেন্টের আসর।