বিনোদন ডেস্ক : গত এপ্রিলে ভারতে মুক্তির পর শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’।
শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশি দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক মাধ্যমে সিনেমার একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!’ সালমানের এই পোস্টে তাঁর বাংলাদেশি ভক্তরা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘মাল্টিপ্লেক্স, সিঙ্গেল মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে আরও হল বাড়বে। কারণ শেষ পর্যন্ত ‘এমআর-৯’ সিনেমাটি ইংরেজিতে মুক্তির কারণে অনেক একক হল আমাদের সিনেমাটি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এ কারণে একক হল বাড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। এখানে প্রচুর সালমান খানের ভক্ত আছে। দেশের মাটিতে বসে বড় পর্দায় সালমান খানকে দেখতে চান ভক্তরা। আর না দেখলে কীসের ভক্ত তারা? আশা করছি সালমানের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের চাপ থাকবে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সে শুক্রবারের বিভিন্ন শোর আগাম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।’
জানা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। এর আগে একই নীতিমালায় দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি। ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রযোজক সালমান খান নিজেই।
সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ প্রমুখ।
আরও পড়ুন:
সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন