তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়মিত অভিযানে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যাবে এমন সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৮ জানুয়ারি) আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামে বেলা ১০টা থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয় এবং ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিট এবং এখানে সেনাবাহিনীর একটি দল রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।
তিনি জানান, সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এতে সন্দেহ হলে ততক্ষনাৎ বাড়িটি ঘেরাও করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক জানান, এখানে পুলিশের পাশাপাশি আমাদের বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে। সকালেই সেনাবাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি দলও এখানে এসে উপস্থিত হয়েছে।
এখানে জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এভাবে বলা যাচ্ছে না, আমাদের অপারেশন এখনো চলছে দ্রুতই আমরা প্রেস রিলিজ পাঠানো হবে গনমাধ্যমে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সুনামগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম থাকা সন্দেহে বাড়ি ঘেরাও https://corporatesangbad.com/4020/ |