সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাতে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে উপজেলার আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষক মোঃ সোহবান (৪০) মৃত্যু হয়।
নিহত মো. সোবাহান বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বর ঘাট গ্রামের বাসিন্দা। তিনি এলাঙ্গী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবাহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দ্যোশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। উপজেলার পাইকপাড়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত https://corporatesangbad.com/4018/ |