বিনোদন ডেস্ক : সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ দিয়ে নিজের অঙ্গনে ফিরছেন তিনি।
২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি চলচ্চিত্র বানিয়েছেন।
‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং।
এ ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম। অভিনয়শিল্পী নির্বাচনেই অনেক সময় লেগেছে বলে জানান শমী কায়সার।
এ প্রসঙ্গে শমী বলেন, পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়। আর মিমের অভিনয়দক্ষতাও আছে। শহীদুল্লাহ কায়সারের চরিত্রে মনোয়ারকে নেওয়ার বিষয়ে আমাদের ভাবনায় ছিল, ব্যক্তিত্বের যে গভীরতা দরকার, তা তার মধ্যে যথাযথভাবে আছে।
আরও পড়ুন:
সেন্সর সনদ পেল বঙ্গবন্ধুর বায়োপিক
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চলচ্চিত্রে ফিরছেন শমী কায়সার https://corporatesangbad.com/40101/ |