December 25, 2024 - 10:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়তরুণ প্রজন্মই ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি: প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মই ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি: প্রধানমন্ত্রী

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি। তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি।’

শনিবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম মেধাবী এবং তাদের নতুন উদ্ভাবন বাস্তবায়নের ক্ষমতা রয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা প্রতিটি উপজেলায় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছে এবং ভবিষ্যতের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন, রোবোটিক্স, বিগ ডাটা, মেডিকেল স্ক্রাইব, সাইবার নিরাপত্তার মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।’

সরকার প্রধান বলেন, তাঁর সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে পাঁচটি ইউনিকর্ন (কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি স্টার্টআপ কোম্পানিকে ইউনিকর্ন বলা হয়) এবং ২০৪১ সালের মধ্যে ৫০টি ইউনিকর্ন স্টার্টআপ তৈরি করতে সহায়তা করা যেখানে প্রতিটি ইউনিকর্ন স্টার্টআপ লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, আমি দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের স্টার্টআপগুলোতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানাই,। তিনি আরো বলেন, আমরা আপনার বিনিয়োগ রক্ষা করার জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরি করেছি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন ও স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ভারত-বাংলাদেশ স্টার্টআপ ব্রিজ’ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবং ‘স্মার্ট বাংলাদেশ স্টার্টআপ ফান্ড’-এর পাশাপাশি ‘স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টার্টআপ সামিট, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট এবং স্মার্ট বাংলাদেশ বিষয়ক তিনটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও, আটটি স্টার্টআপকে তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য আটটি বিভিন্ন বিভাগে স্টার্টআপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সেগুলো হল শপআপ, পাঠাও, বিকাশ, ১০ মিনিট স্কুল, ইউএনডিপি ইয়ুথকো ল্যাব, নগদ, এসবিকে টেক ভেঞ্চার এবং পরবর্তী অর্থায়ন।

পুরস্কার প্রাপ্তদের পক্ষে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং এসবিকে টেক ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও দুই উদ্যোক্তার মধ্যে বঙ্গবন্ধু ইনোভেশন অনুদান থেকেও অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন:

আশুরার মর্মবাণী ধারণ করে জনকল্যাণমুখী কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

সরকার বিচারকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর : রাষ্ট্রপতি

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে শিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের...

যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে...

বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে...

নালিতাবাড়িতে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে উঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের...

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার...

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তার আমেরিকার থেকে বাংলাদেশে ফেরার পথে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্ট বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে মৃত্যু বরণ করেছে। নিহত...

সিংগাইরে বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর)...

সংবাদ প্রকাশের জেরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। বুধবার...