স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডেতে ইতিহাসগড়া জয়ের পাশাপাশি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। নারী ক্রিকেটারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিগার-মারুফাদের জন্য দিয়েছেন বোনাসের ঘোষণা।
রোববার (২৩ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে বোনাসের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এসময় নারী ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাসও দেন পাপন।
বোনাসের ঘোষণা দিয়ে পাপন বলেন, ‘আমরা নারী ক্রিকেটাদের এমন পারফরম্যান্সে খুবই খুশি। ভারতের মতো দলের সাথে এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের জন্য বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছি। মোট ৩৫ লাখ টাকার বোনাস দেওয়া হবে। এরমধ্যে খেলোয়াড়রা পাবে ২৫ লাখ টাকা। সেঞ্চুরিয়ান ফারজানা পাবে ২ লাখ টাকা। আরও যারা ভাল পারফর্ম করেছে তারা পাবে ২-৩ লাখ টাকা। আর বাকি ৫ লাখ টাকার মতো কোচিং স্টাফদের দেওয়া হবে।’
নারী ক্রিকেটারদের জন্য আলাদা বিপিএল, স্কুল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়ে পাপন বলেন, ‘ছেলেদের মতো মেয়েরাও এখন ভালো করছে। আমরা আশা করছি এমন ধারাবাহিকতা তারা ধরে রাখবে। তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চিন্তা আছে আমাদের। স্কুল টুর্নামেন্টের পাশাপাশি একটি নারী বিপিএল করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
আরও পড়ুন:
এশিয়ান সফর থেকে এমবাপ্পেকে বাদ দিল পিএসজি