October 18, 2024 - 11:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনমঞ্চে আসছে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

মঞ্চে আসছে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

spot_img

বিনোদন ডেস্ক : মঞ্চে আসছে ঢাকার থিয়েটার অঙ্গনের সুপরিচিত দল ‘নাট্যকেন্দ্র’র ১৬তম প্রযোজনা ‘তীর্থযাত্রী’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আগামী ২ ও ৩ আগস্ট সন্ধ্যা ৭টায় এবং ৪ আগস্ট বিকাল ৪টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটির মোট ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও নির্দেশক তৌকীর আহমেদের এটি ঢাকার মঞ্চের তৃতীয় প্রযোজনা। তীর্থযাত্রী নাটকটির মূল রচনা হুমায়ূন কবীরের। নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবীর ও তৌকীর আহমেদ।

গত ৭ জুন প্রযোজনাটির মহড়া শুরু হয়। গাজীপুরে ৯ দিনের ক্যাম্প করে প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে প্রযোজনাটির সেট, কস্টিউম, প্রপস ও অন্যান্য কারিগরি কাজের প্রস্তুতি চলছে।

তৌকীর আহমেদের এর আগে নাট্যকেন্দ্রের ২টি প্রযোজনা গিরিশ কারনার্ডের ‘হয়বদন’ ও নিজের রচনায় ‘প্রতিসরণ’ নাটকের নির্দেশনা দিয়েছেন। যা এখনো নাট্যপ্রেমীদের মনে দাগ কেটে আছে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ইচ্ছামৃত্যূ’ ও ‘তীর্থযাত্রী’ নাটকের নির্দেশনা দিয়েছেন।

তীর্থযাত্রী নাটকটির গল্পে উঠে এসেছে যুদ্ধ শেষে ক্লান্ত অবসন্ন তিন সৈনিক বসে থাকেন বিরান প্রান্তরে। তাদের কোনো যাবার জায়গা নেই, যুদ্ধে সব হারিয়েছেন তারা। এই ভিন্ন তিনজন মানুষ অবতীর্ণ হয় এক যাত্রায়, তাদের লক্ষ্য জীবনের মানে খুঁজে পাওয়া।

মাঠ প্রান্তর পাহাড় নদী পেরিয়ে তারা হেঁটে চলে, নতুন মানুষ নতুন স্থান নতুন রীতি তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির স্তরে উন্নীত করে। তাদের তর্কও এগিয়ে চলে জীবন-মৃত্যু, জয়-পরাজয়,ভালো-মন্দ, জ্ঞান-জ্ঞানের গর্ব, স্বাধীনতা বা অধিকার, শান্তি-সংঘাত সব কিছুই উঠে আসে তাদের তর্কে।

কিন্তু শেষ হয় না তাদের পথ চলা। তাদের এই পথচলা যেন আমাদেরই জীবন জিজ্ঞাসা। আমরা সবাই যেন সেই তীর্থযাত্রী। নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা ‘তীর্থযাত্রী‘ প্রসঙ্গে তৌকীর আহমেদ উল্লেখ করেন, অনেকদিন পর ঢাকার মঞ্চে নির্দেশনা, যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ঙ্কর কষ্টসাধ্য একটি কাজ। থিয়েটার মানেই চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর ভীতিকে ছাপিয়ে নতুন কিছু করা।

গত ১৮ মার্চ নিউইয়র্কের কুইন্স থিয়েটারে তীর্থযাত্রী মঞ্চায়িত হয় বাংলা সংস্কৃতি কেন্দ্র ও নক্ষত্রের উদ্যোগে। আগস্টের ২৬ ম্যাডিসন থিয়েটারে এবং সেপ্টেম্বর ৮ দক্ষিণ এশিয়ো থিয়েটার উৎসবে ‘তীর্থযাত্রী’ পুনরায় মঞ্চায়িত হবে।

একই নাটকের পুননির্মাণ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, একটি নাটকের পুনর্নিমাণ আমি প্রতিসরণে করেছি, তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন, প্রবাস জীবনের ফাঁকে স্বল্পসময়ে প্রতিদিন মহড়া আর ৯ দিনের থিয়েটার ক্যাম্পে দিনরাত পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তীর্থযাত্রী, একদল পরিশ্রমী কর্মীর শ্রম ও ঘামের কাজ।

তিনি আরও বলেন, নাটকের পুনর্নিমাণ মানে আগের প্রযোজনা টিকে ছাড়িয়ে যাবার চেষ্টা, আগের ভুলগুলো নতুন করে আবিষ্কার করা, সংশোধন ও যোজন-বিয়োজনের মধ্যে দিয়ে নতুন এক নির্মাণ, নতুন এক উপলব্ধিতে উত্তীর্ণের চেষ্টা। দর্শক আপনাদের সেই অভিজ্ঞতার সঙ্গী হবার আমন্ত্রণ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের নজর কাড়ছে ওয়ালটনের এআই, আইওটি বেজড স্মার্ট পণ্য

কর্পোরেট ডেস্ক: চীনের গুয়াংজু শহরে চলছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। বিশ্বের প্রায় প্রতিটি...

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাষ্ট্র সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস...

ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হবার লজ্জার রেকর্ড গড়লো ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম...

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ৫

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পৃথক অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার সকাল ৮ টা...

নোয়াখালীতে বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল

নোয়াখালী প্রতিনিধি: চান্দিনা ভিটি বন্দোবস্ত নিয়ে দোকানঘর নির্মাণ, পরবর্তীতে বন্দোবস্তের চার থেকে পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বিল্ডিং কোড না মেনেই গড়ে তোলা হচ্ছে...

ন্যাশনাল টি’র চাঁদা গ্রহণের সময় বাড়ানো সহ অনিয়ম তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়াতে চাঁদা উত্তোলনের সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা...

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে বিচার কাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন...

মার্সেল পণ্য কিনে গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ

কর্পোরেট ডেস্ক: দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান...