December 23, 2024 - 2:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাভারতকে ৯৫ রানে অলআউট করার পরেও হারলো বাংলাদেশ

ভারতকে ৯৫ রানে অলআউট করার পরেও হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : ফের একবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেই দাপট দেখাল ভারতীয় মহিলা দল। প্রথম টি-টোয়েন্টি জেতার পর, দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে বাংলাদেশের প্রমীলাবাহিনীকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। ৮ উইকেটে মাত্র ৯৫ রানে থামলেও, বোলাররা দাপট দেখালেন। সেই সুবাদে বাংলাদেশকে ৮৭ রানে অলআউট করে দিল ভারত।

ফলে ৮ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারী ভারত। ১২ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এরপর টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানের নড়বড়ে সংগ্রহ দাঁড় করায় তারা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশও। তবে ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক জ্যোতি আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারেই শামিমা সুলতানাকে পাঁচ রানে আউট করে সাজঘরে ফেরত পাঠান মিন্নু মানি। পরের ওভারেই দীপ্তি শর্মা ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন। পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি একেবারেই কমে যায়। তবে তাতে উইকেট পরার গতি কমেনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জীবনদান পাওয়ার একমাত্র সুলতানাই বাংলাদেশের হয়ে লড়াইটা চালিয়ে যান। বাংলাদেশকে কার্যত একাই জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সুলতানা। তবে তিনি আউট হওয়াতেই সবকিছু বদলে যায়।

১৯তম ওভারে ৫৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন সুলতানা। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। তবে শেফালি মাত্র এক রান খরচ করে জোড়া উইকেট তুলে নেন। ৮৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।

তবে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও ভারতের ব্যাটিং কিন্তু একেবারেই ভালো হয়নি। গত ম্যাচের দল ধরে রাখলেও, ভারতীয় ব্যাটাররা নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারে শেফালি মারুফা আখতারের বিরুদ্ধে নাগাড়ে চারটি চার মারেন। পঞ্চম ওভারে নাহিদা আখতার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।

স্মৃতিকে আউট করেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। পাওয়ার প্লের শেষে ওভারে সুলতানা খাতুন পরপর বলে সেট শেফালি ও হরমনপ্রীতকে ফেরান। ভারতীয় অধিনায়ক তো নিজের খাতাই খুলকে পারেননি। এরপর সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। তিনি ১১ রানে আউট হন। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তারপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি জেমাইমারা।

জেমাইমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২১ বলে মাত্র ৮ রান করেন তিনি। হারলিন দেওল ২১ বলে ৬ রান করেন। দীপ্তি শর্মা ১০ রান করেন, অমনজোৎ কৌর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুলতানা খাতুনই সফলতম বোলার। ফাহিমা খাতুন ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর সমসংখ্যক একদিনের সিরিজও খেলবে ভারতের মহিলা দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীতের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

থিয়েটার স্কুলের নাটক ‘এক যে ছিল রাজা’ মঞ্চস্থ

বিনোদন ডেস্ক: গত শুক্রবার ৯২০ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩৪তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণী ও তাদের...

নিউইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ...

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তির মধ্যস্থতার মধ্য দিয়ে প্রায় ৪ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের...

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ...

ঢাকা ডাইংয়ের পর্ষদ সভা ২৯ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামি রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা...

ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে বিএনপি: মির্জা ফখরুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘গত ১৫...

বেনাপোল-শার্শা সীমান্তে ৩ মরদেহ, জানা যায়নি মৃত্যুর কারণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বেনাপোল-শার্শা সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে একদিনেই তিন যুবকের মরদেহ উদ্ধার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে...

বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

কর্পোরেট ডেস্ক: বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস– ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস...