November 22, 2024 - 5:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাসাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

spot_img

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর শিরোপা জিতেছে ভারত। ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মঙ্গলবার (৪ জুলাই) ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারিয়েছে তারা। টাইব্রেকারে কুয়েতের শেষ শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং। টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারিয়ে সাফের নবম শিরোপা ঘরে তুলল ভারত।

তবে গুরপ্রীত নন, সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। যদিও, সেমিফাইনালে অতিরিক্ত সময়ে কুয়েতের কাছে গোল হজম করে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ বিদায় নিলেও সেমিফাইনালে পুরো দল অসাধারণ খেলেছে। বিশেষ করে গোলপোস্টে জিকো একাই যেন দেওয়াল হয়ে দাঁড়ান কুয়েতের জন্য। ১০৭ মিনিটে রক্ষণের ভুলে বাংলাদেশ যে গোল খেয়েছে, তাতে জিকোর কিছুই করার ছিল না।

চার ম্যাচে মোট পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। নেই কোনো ক্লিনশিট। তবু, জিকোকে সাফের সেরা গোলরক্ষক বানিয়েছে কুয়েতের বিপক্ষে তার অতিমানবীয় পারফরম্যান্স। কখনও এগিয়ে এসে বল ফিস্ট করেছেন, কখনও ঝাঁপিয়ে বল ক্লিয়ার করেছেন।

জার্মানির ম্যানুয়েল নয়্যার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে, কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়। যার কৃতিত্ব তাকে এনে দিয়েছে সাফের সেরা গোলরক্ষকের স্বীকৃতি।

ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল সেটা পূরণ হয় বাংলাদেশ দলের।

পাশাপাশি শেষ হয় ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার। এর আগে ২০০৯ সালে শেষবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটির সেমিতে খেলেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোল হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...