তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।শ্রীমঙ্গল থানা পুলিশ শুক্রবার ২রা জুন দিবাগত রাতে অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানা সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/রাকিবুল হাছান, এসআই/তীথংকর দাস, এসআই/আমিনুল ইসলাম, এসআই/মিয়া নাসির উদ্দিন, এসআই/আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই/মোঃ আবু মুছা, এএসআই/মোঃ জামাল উদ্দিন, এএসআই/মোঃ জামাল মিয়া, এএসআই/রাজু কুমার বিশ্বাস, এএসআই/মোঃ এরশাদ মিয়া সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভুক্ত পলাতক ১১ আসামী গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানায়, শুক্রবার (২রা জুন) বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পালিয়ে থাকা রোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারকৃত আসামীরা হলেন:- সিআর-৮২/১২ (বন) এর পরোয়ানাভুক্ত আসামী ১। সুমন (২০), পিতা-আবুল মিয়া, সাং-জাম্বুরাছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা–মৌলভীবাজার, জিআর-১২২/২০ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ রুমান ইসলাম, পিতা-মৃত লাল মিয়া, সাং-কুঞ্জবন,শ্রীমঙ্গল,মৌলভীবাজার, সিআর-১৭৩/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ৩। সাদত মিয়া, পিতা-মৃত আব্দুল গফুর,ভাগলপুর, শ্রীমঙ্গল,মৌলভীবাজার, জিআর-৩৮/২১ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ৪। জুনেদ মিয়া, পিতা-জহির মিয়া, মাতা-রায়না বেগম, সাং-কালীঘাট রোড (উত্তর),লাল মিয়ার কলোনী, শ্রীমঙ্গল,মৌলভীবাজার, নারী ও শিশু মামলা-১৩৩/২০১৭, পিটিশন মামলা-৬৩১/২০১৬ এর পরোয়ানাভুক্ত আসামী ৫। পনই বুনার্জি, পিতা-মানিক বুনার্জি, ৬। বাসু বুনার্জী, স্বামী-মানিক বুনার্জী, ৭।
মানিক বুনার্জী, পিতা-মৃত বসন্ত বুনার্জী, সর্ব সাং-ফুলছড়া চা বাগান,শ্রীমঙ্গল,মৌলভীবাজার, ননজিআর-২১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ৮। রিপন মিয়া (২৭),পিতা-সহিদুল ইসলাম ,মুসলিমবাগ,শ্রীমঙ্গল,মৌলভীবাজার,ননজিআর-৩৯/২৩ (শ্রীঃ) এর পেরোয়ানাভুক্ত আসামী ৯। রিনা বেগম (৩৫), স্বামী-দেলু মিয়া, ১০। নুর ইসলাম (৫৫), পিতা-মৃত আলীম উদ্দিন, ১১। ছায়া বেগম, স্বামী-নুর ইসলাম মিয়া, সর্বসাং-পশ্চিম ভাড়াউড়া,শ্রীমঙ্গল,মৌলভীবাজার।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীদেরকে আজ শনিবার ৩রা জুন সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।