October 7, 2024 - 7:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যমূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি থাকবে, আশা অর্থমন্ত্রীর

মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি থাকবে, আশা অর্থমন্ত্রীর

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি, খাদ্যপণ্য ও সারের মূল্য কমে আসা, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এবং খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকারি উদ্যোগের প্রভাবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে এবং বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে আশা করি।’

এছাড়া কোভিড পরিস্থিতির উন্নয়নে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকান্ডে পূর্ণ গতি সঞ্চারের পাশাপাশি অর্থবছরের শেষাংশে কৃষিখাতে ভাল ফলন হয়েছে উল্লেখ করে তিনি মূল্যস্ফীতি হ্রাসের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ মেয়াদে এটি ২৩তম বাজেট।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

আরও পড়ুন:

যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা

ন্যূনতম আয়কর ২ হাজার টাকা

স্বাধীন বাংলাদেশের বাজেটের ইতিবৃত্ত

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ