বিনোদন ডেস্ক : জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মোহন খানের বয়স হয়েছিলো ৬৫ বছর।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
তিনি জানান, ডিরেক্টর’স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য নির্মাতা মোহন খান ইন্তেকাল করেছেন। বুধবার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বাংলা নাটকে কক্সবাজার সমুদ্র সৈকতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় মোহন খানকে। এ পর্যন্ত প্রায় ৫০০ নাটক পরিচালনা ও ২০০ নাটক রচনা করেছেন মোহন খান।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সমুদ্রে গাংচিল, গাংচিল ভালোবাসা, জোনাকীর গল্প, দূরের মানুষ, মধ্যরাতের অশ্বারোহী, বেলাভূমি, সমুদ্র সীমানায়।
তার প্রয়াণে শোক জানাচ্ছেন নাট্যাঙ্গণের তারকা নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা।