October 8, 2024 - 1:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনফারুকের আসনে ফেরদৌসকে এমপি দেখতে চান ওমর সানী

ফারুকের আসনে ফেরদৌসকে এমপি দেখতে চান ওমর সানী

spot_img

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক প্রয়াত হয়েছেন সোমবার (১৫ মে)। প্রয়াত হওয়ায় নায়ক ফারুকের নির্বাচিত আসনটি শূন্য হয়ে পড়েছে।

তার স্থানে চিত্রনায়ক ফেরদৌসকে সংসদ সদস্য বানানোর জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেছেন আরেক নায়ক ওমর সানী।

দুদিন আগে প্রধানমন্ত্রীর পাশের দাঁড়ানো ফেরদৌসের একটি ছবি ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’

গত বৃহস্পতিবার রাতে ফেরদৌসের পক্ষে আরেকটি ভিডিও পোস্ট করেছেন ওমর সানী। ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত ফারুক ভাই গুলশান বনানী থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তার এই জায়গায় আরেকজন অভিনেতাকে দেয়া হোক।’

ওমর সানী ভিডিও বার্তাও আরও বলেন, ‘আমি মনে করি, ফেরদৌস এই আসনের জন্য একদম উপযুক্ত। আমাদের ছোটভাই অভিনেতা ফেরদৌসকে যদি এখানে দেয়া হয় সে ভালো কাজ করবে। আমি অনুরোধ করবো তাকে (ফেরদৌস) এই জায়গায় নমিনেশন দেয়া হোক।’

এদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে সংসদ হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার।

আকবর পাঠান ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ‘ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই।’

সিদ্দিকের দাবী, তিনি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চান। বলেন, ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট হয়, সেটা অবশ্যই ভালো হবে।

আরও পড়ুন:

আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে আসছে পরীমণির ‘মা’

রোহিত শেট্টির ‘সিংহম’ এ ভিকি কৌশল?

বাবার কবরের পাশে শায়িত হলেন চিত্রনায়ক ফারুক

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ