বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। এই উন্মাদনার মধ্যেই জানা গেল, আসন্ন কোরবানি ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই সুপারস্টারের ‘প্রিয়তমা’। যে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে নামবেন।
‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।
নির্মাতা হিমেল বলেন, আদনান ভাই সিনেমা প্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।
এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলাতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।
ছবিতে নায়িকা হবেন কে? নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।
আরও পড়ুন: