বিনোদন ডেস্ক : মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন দেশটির রাজস্থানের নন্দিনী গুপ্ত। শনিবার (১৫ এপ্রিল) রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় তাকে।
মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে নন্দিনীর মাথায় মুকুট পরিয়ে দিতে দেখা গেছে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্ত।
দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ হয়েছেন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।
রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে নন্দিনী বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন। এক সাক্ষাৎকারে নন্দিনী জানান, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়ের বেশির ভাগ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।