বিনোদন ডেস্ক : অজয় দেবগন-টাব্বুর অ্যাকশন থ্রিলার ছবি 'ভোলা' দর্শকদের মন জয় করে চলেছে। প্রথম সপ্তাহে এ সিনেমার আয় ৫৯.৬৮ কোটি টাকা। শুক্রবার ফিল্মটি ৩.৬০ কোটি টাকা আয় করেছে এবং শনিবার ৪.২৫ কোটি টাকা আয় করেছে, আর ১০ দিনে মোট ৬৭.৫৩ কোটি টাকা আয় করেছে।
'ভোলা' ছবিটি ইতোমধ্য়েই একটি বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ৷ তামিল হিট কাইথির রিমেক, লোকেশ কানাগরাজ পরিচালিত ছবিটি 3D এবং 2D তে মুক্তি পেয়েছিল। সমালোচকদের প্রশংসা কুড়োনোর পর অষ্টম দিনেও ভালোই ব্যবসা করছে এই ছবি ৷
২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে 'পাঠান' এবং 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর পর সবচেয়ে বেশি টাকা আয় করেছে অজয়ের 'ভোলা' ছবিটি ৷ ’
'পাঠান' শুধু ভারতেই সব মিলিয়ে আয় করেছে ৫০০ কোটিরও বেশি আর অন্য়দিকে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর আয় প্রায় ১৩০ কোটি টাকা ৷ ভোলা যেদিন মুক্তি পেয়েছিল সেইদিন অর্থাৎ ৩০ মার্চ ছিল ছুটির দিন, সেদিন ছবিটি ১১.২ কোটি টাকা আয় করেছে। এই মাসের শেষের দিকে অজয় দেবগনের এই ছবি অবশ্য বক্স অফিসে আসল লড়াইয়ে পড়তে চলেছে ৷ কারণ এই মাসের শেষে অর্থাৎ ২১ এপ্রিল বক্স অফিসে রিলিজ করতে চলেছে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷
২০০৮ সালের রোমান্টিক ছবি 'ইউ মি অউর হাম' পরিচালনায করেছিলেন অজয় দেবগণ। যেখানে তিনি তাঁর স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেছিলেন। ঠিক আট বছর পর ২০১৬ সালে একটি অ্যাকশন-থ্রিলার পরিচালনা করেন, ছবিটির নাম 'শিবায়', আবার ছয় বছর পর ২০২২ সালে রানওয়ে ৩৪ পরিচালনা করেন অজয় । কিন্তু এই ছবিগুলির কোনওটিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। তবে তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'ভোলা' মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এর আগে দারুণ সাফল্য় পেয়েছিল অজয় অভিনীত দৃশ্য়ম ২ ছবিটি ৷ গতবছর মুক্তি পাওয়া এই ছবি প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই ঢুকে পড়েছিল ১০০ কোটির ক্লাবে ৷
দৃশ্য়ম ২ ছবিটিও 'ভোলা'-র মতোই রিমেক ছিল ৷ তবে বক্স অফিসে তার জন্য আয়ে কোনও প্রভাব পড়েনি ৷ অন্যদিকে 'ভোলা'-র বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত বেশ আশাপ্রদ ৷ সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
নতুন বিতর্কে নওয়াজ়-উর্বশী, পেলেন আইনি নোটিস!
‘জিন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা পুরস্কার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নতুন মাইলস্টোনের দিকে অজয়ের 'ভোলা' https://corporatesangbad.com/23792/ |