তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওই গৃহবধূ বাদী হয়ে গত শনিবার শ্বশুরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে শ্বশুর বাড়িতে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে গফুর মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৭)।
পুলিশ ও মামলার বিবরণী সুত্রের বরাতে জানা গেছে, গত শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কাজে চলে যাওয়ার পর ফাঁকা বাড়িতে তার শ্বশুর জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালান। এছাড়াও কিছুদিন আগে একইভাবে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
ওই গৃহবধূ বলেন, এসব ঘটনা স্বামীসহ অন্য কাউকে না বলার জন্য তাকে হত্যার হুমকি দিয়েছিলেন তার শ্বশুর দুলাল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরপরই তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া তার অপকর্মের কথা স্বীকার করেছেন। আসামিকে সুনামগঞ্জ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।