স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে একটু আগেভাগেই করিম বেনজেমাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল। তার ইনজুরির যা অবস্থা ছিল তাতে কিছুটা অপেক্ষা করলে হয়তোবা নক আউট পর্বে তার খেলার সম্ভাবনা ছিল, এমনটাই দাবী জানিয়েছেন বেনজেমার এজেন্ট কমির ডিয়াজিরি।
রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের এজেন্ট নিজের টুইটারে এ সম্পর্কে বলেছেন, ‘আমি এ ব্যপারে তিনজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছি। তারা সবাই আমাকে নিশ্চিত করেছেন আটদিনের মধ্যে তার দলে ফিরে আসার সম্ভাবনা খুবই প্রবল ছিল, অন্তত বদলী বেঞ্চে। তাকে এত তাড়াতাড়ি কেন দেশে পাঠিয়ে দেয়া হলো।’
বিশ্বকাপ শুরু হবার আগে অনুশীলন ক্যাম্পে উরুর ইনজুরিতে পড়ে বেনজেমার আর কাতারে মাঠে নামা হয়নি। ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম যদিও বেনজেমার বদলী হিসেবে ঐ মুহূর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি। যে কারনে ফ্রান্স দল ২৫ জন সদস্য নিয়েই বিশ্বকাপ শেষ করেছেন। এক সময় এমন গুঞ্জনও শোনা গিয়েছিল ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হয়তোবা দলে ফিরতে পারেন ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
ফ্রান্সকে ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বেনজেমা। বিশ্বকাপ শেষ হবার একদিন পরেই রিয়াল মাদ্রিদ এই তারকার এই বিদায়ে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বেনজেমা ফ্রান্সের জার্সি গায়ে ৩৭ গোল করেছেন।
আরও পড়ুন:
বিশ্বকাপে রাজনীতির শিকার রোনাল্ডো: এরদোগান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে পারতেন বেনজেমা : এজেন্ট https://corporatesangbad.com/1467/ |