নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে ক্রোয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতা একেএম মাহফুজুর রহমানকে রাজধানীর মতিঝিল এলাকা হতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ক্রোয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতা একেএম মাহফুজুর রহমান (৪৮)কে গ্রেফতার করে র্যাব-৩।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক বলেন, ধৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তে¡ও তারা ভিকটিমদের ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও উক্ত চক্র ক্রোয়েশিয়ায় পাঠানোর জন্য তারা ভিকটিমকে টুরিষ্ট ভিসায় ভারতে প্রেরণ করে। ভারতে তাদের একটি রুমে আটকে রেখে ভিকটিমের পরিবারের নিকট হতে লক্ষ লক্ষ টাকা দাবী করে। তাদের চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর ভিকটিমকে ভারতের কোন একটি স্থানে রেখে উক্ত চক্র ভিকটিম ও তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে উক্ত চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে। তারা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এসকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।