October 8, 2024 - 3:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ১

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ১

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় একজন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এ তথ্য।

সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ বলছে, তারা একজন সন্দেহভাজনকে ধরতে অভিযান চালাচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে জানিয়েছেন, হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। সোমবার এই হামলার কথা জানা গেলো অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়। ১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। সূত্র: সিএনএন, রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ