November 22, 2024 - 4:04 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, দেখে নিন সূচি

বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, দেখে নিন সূচি

spot_img

স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশের সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এজন্য আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে জস বাটলারের দল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর বলেছেন, এটা উত্তেজনাপূর্ণ যে, ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছে ইংল্যান্ডের সাদা বলের পুরুষ দল। এই অধীর-প্রত্যাশিত সফরের জন্য ঢাকা ও চট্টগ্রামে যে পরিবেশ তৈরি হয়েছে তা চমৎকার হবে।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশজুড়ে ক্রিকেটের প্রতি দারুণ আবেগ রয়েছে, এবং আমরা ঘরের কন্ডিশনে চমৎকার রেকর্ডের অধিকারী দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ আশা করছি।

সফর প্রসঙ্গে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘বিশ্বকাপের বছরে দুই দলের জন্যই নিজেদের শক্তিমত্তা দেখার দারুণ সুযোগ এ সিরিজ। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে থাকা সমর্থকদের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে জিবে জল আনার মতোই। দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড অসাধারণ, আর আমরা সবাই জানি ইংল্যান্ড দলটি কতটা দুর্দান্ত।’

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে সফরে ইংল্যান্ডের দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। ম্যাচ দুটি হবে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। আগামী ১ ও ৩ মার্চ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।

এরপর প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড-বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৯, ১২ এবং ১৪ই মার্চ। যেখানে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর আবারও ঢাকায় ফিরে মিরপুরে পরবর্তী দুটি টি-টোয়েন্টি আয়োজিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল সফরকারী ইংলিশরা। সেবার টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে, তবে এবার লাল বলের কোনো ম্যাচ নেই দ্বিপাক্ষিক সিরিজে।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচিঃ

৩ ম্যাচ ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডেঃ ০১ মার্চ, ঢাকা

২য় ওয়ানডেঃ ০৩ মার্চ, ঢাকা

৩য় ওয়ানডেঃ ০৬ মার্চ, চট্টগ্রাম

৩ ম্যাচ টি টোয়েন্টি সিরিজঃ

১ম টি টোয়েন্টিঃ ০৯ মার্চ, চট্টগ্রাম

২য় টি টোয়েন্টিঃ ১২ মার্চ, ঢাকা

৩য় টি টোয়েন্টিঃ ১৪ মার্চ, ঢাকা

আরও পড়ুন:

পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ আজীবন নিষিদ্ধ

পরিবারের সঙ্গে বড়দিন পালন করে বিতর্কে সালাহ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...