November 23, 2024 - 4:44 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

spot_img

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ বিদায় জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ফিঞ্চকে অস্ট্রেলিয়ার জার্সিতে আর খেলতে দেখা যাবে না। টেস্ট ক্রিকেটে সুযোগ পান না ফিঞ্চ। এক দিনের ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি থেকেও বিদায় নিলেন। তবে বিগ ব্যাশ লিগে ফিঞ্চ খেলবেন বলেই মনে করা হচ্ছে। খেলতে পারেন আইপিএলেও।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। ফিঞ্চ মনে করেন, তার আগে নতুন অধিনায়ককে সময় দেওয়া উচিত। এত দিন তিনিই ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক। ফিঞ্চ অবসর নেওয়ায় এবার নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে।

ফিঞ্চ বলেন, “অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে দলটাকে। আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি। আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।”

২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ফিঞ্চের। ১২ বছরে ১০৩টি টি-টোয়েন্টি, ১৪৬টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট খেলেছেন মাত্র ৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি শতরান রয়েছে তাঁর। এর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দু’টি শতরান করেন ফিঞ্চ। তিনি শেষ টেস্ট খেলেন ২০১৮ সালে। ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলেন তিনি। গত বছর সেপ্টেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলে এক দিনের ক্রিকেট থেকে অবসর নেন ফিঞ্চ। শেষ টি-টোয়েন্টি খেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অক্টোবর মাসে।

২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলেছিলেন অধিনায়ক ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। যদিও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।

আইপিএলে নিয়মিত খেলেছেন ফিঞ্চ। ন’টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৯২টি ম্যাচে তিনি করেন ২০৯১ রান। শেষ বার তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

আরও পড়ুন:

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তাসকিন

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...