December 5, 2025 - 6:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনজাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

spot_img

বিনোদন ডেস্ক : আবারও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। টানা কয়েক বছর শরণার্থীদের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) শরণার্থীদের সঙ্গে আরও দুই বছর কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে মানবতার জন্য কণ্ঠস্বর হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আমি এটা ভেবে আনন্দিত যে সামনের দিনগুলোতে শরণার্থীদের জন্য আমার কাজ চালিয়ে যাব।

তিনি আরও বলেন, আমি আশা করি, ইউএনএইচসিআরের সঙ্গে কাজের মাধ্যমে আমি শরণার্থীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় জনগণ ও শরণার্থীদের মধ্যে সম্প্রীতি আনতে একটি বড় ভূমিকা রাখতে পারব।

তাহসান খান শরণার্থীদের বিষয়ে জানতে ও জানাতে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করছেন ২০১৯ সাল থেকে। তিনি প্রতি বছর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সেইসঙ্গে শরণার্থীদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের আশা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে ইউএনএইচসিআরকে সাহায্য করেছেন।

তাহসান স্বচক্ষে দেখেছেন রোহিঙ্গাদের চ্যালেঞ্জিং শরণার্থী জীবন; আর দেখেছেন কক্সবাজারে মানবিক কর্মকাণ্ড কীভাবে প্রতিনিয়ত চলমান। তিনি শরণার্থীদের সঙ্গে দেখা করেছেন, আর বুঝতে পেরেছেন তাদের বাস্তুচ্যুতির মূল কারণগুলো।

সংহতি ও সহানুভূতি প্রকাশের মাধ্যমে তিনি মানুষকে জানাচ্ছেন যে রোহিঙ্গারা স্বেচ্ছায় তাদের বাড়ি ছেড়ে আসেনি, বরং তাদের নিজ দেশের সহিংসতা থেকে বাঁচতে শরণার্থী হতে বাধ্য হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, তাহসানের সঙ্গে কাজ করা খুবই আনন্দের। তার রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, তার অনন্য ব্যক্তিত্ব আমাদের সাহায্য করে মানুষকে বোঝাতে যে শরণার্থীরা শুধুই একটি সংখ্যা নয়, বরং তারাও মানুষ। তাদেরও আছে দুশ্চিন্তা, স্বপ্ন, চাহিদা এবং সম্ভাবনা। নিজ দেশে তাদের জীবন ধ্বংস হয়ে পড়ার পর তারা চায় শরণার্থী জীবনে একটু স্থিতিশীলতা।

তাহসান বিশ্বব্যাপী ইউএনএইচসিআরের ৪০ জন শুভেচ্ছাদূতের একজন; যারা তাদের জনপ্রিয়তা, আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের প্রতিটি কোণে শরণার্থীদের অবস্থা ও ইউএনএইচসিআরের কাজকে তুলে ধরতে সাহায্য করেন। শুভেচ্ছাদূতরা নিয়মিত বিশ্বকে মনে করিয়ে দেন শরণার্থী ও বলপ্রয়োগে বাস্তুচ্যুত মানুষদের সুরক্ষা, মর্যাদাপূর্ণ জীবন এবং তাদের দুর্দশার সমাধানের প্রয়োজনের কথা।

প্রসঙ্গত, মিয়ানমারে সহিংসতা থেকে পালাতে বাধ্য হওয়ার পাঁচ বছর পর প্রায় ৯২৩,০০০ রোহিঙ্গা শরণার্থী বর্তমানে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে আশ্রিত রয়েছে। এর পাশাপাশি প্রায় ৩০,০০০ শরণার্থী রয়েছে ভাসানচরে।

আরও পড়ুন:

গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

এবার দিনাজপুরের ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...