আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাবের পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের শামছুজ্জামান ও ঝিনাইদহ শহরের মডার্নমোড় এলাকার মাজেদ ফকিরের ছেলে রুবেল।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঝিনাইদহ র্যা বের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামছুজ্জামান দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে অভয়নগর থানায় সোপর্দ করা হয়। এ দিকে ঝিনাইদহ ননজিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে শহরের বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়।


