স্পোর্টস ডেস্ক : একজন মুসলমান হয়েও খ্রিস্টানদের উৎসব পালন করছেন! এমন মন্তব্য করে লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহকে তীব্র আক্রমণ করলেন নেটিজেনরা। পরিবারের সঙ্গে মিশরের ফুটবল তারকার বড়দিন অনেকেই ‘পাপ’ বলে মনে করেছেন। নিজের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন লিভারপুল তারকা, এমনটাই মত নেটিজেনদের। তবে এই প্রথম নয়। অন্য ধর্মের উৎসবে শুভেচ্ছা জানানোয় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন একাধিক ক্রীড়া তারকা।
কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি মিশর। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে মাঠে ফিরে এসেছেন তিনি। ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানাতে সপরিবারে একটি ছবি পোস্ট করেন সালাহ। সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রিয়ের সামনে দুই মেয়েকে নিয়ে সস্ত্রীক ছবি তুলেছেন তিনি। ক্যাপশনের মাধ্যমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সালাহ।
এই ছবি দেখেই নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একজনের মতে, ‘মুসলিম হয়ে কখনই বড়দিন পালন করা যায় না। কারণ ইসলামের নিয়ম অনুযায়ী, ঈশ্বরের কোনও সন্তান থাকতে পারে না। আর মনে করা হয়, বড়দিন হল ঈশ্বরের পুত্রের জন্মদিন।’ সালাহর নামের সঙ্গে নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম জড়িয়ে রয়েছে। সেই প্রসঙ্গ টেনে আর এক নেটিজেনের মন্তব্য, ‘আমাদের নবী মুহাম্মদ কখনই বড়দিন পালন করতেন না। নিজের সঙ্গে নবীর নাম জড়িয়ে রাখার যোগ্যতাও নেই সালাহর। অবিলম্বে ওর নাম পালটে দেওয়া দরকার।’
তবে এমন নেতিবাচক মন্তব্য করলেও, সালাহ পালটা মন্তব্য করতে চাননি। এবারের মতো গত বছরও তাঁকে এই একই কারণে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। তবে তাই বলে সালাহ নিজেকে বদলাতে রাজি নন। নিজের মতো করে খোলা মনে বাঁচতে চান।
আরও পড়ুন:
টেস্ট ইতিহাসে প্রথম দুই স্টাম্পিং আউটের বিশ্বরেকর্ড