সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Posted on June 11, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ি শ্রীকোলা গ্রামে বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে শ্রীকোলা বিলসংলগ্ন সূর্য নদীতে নানীর সঙ্গে গোসল করতে নামে শিশুটি। একপর্যায়ে সাব্বির পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে দুপুর ২টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, “নানীর সঙ্গে গোসল করতে নেমে সাব্বির পানিতে তলিয়ে যায়। আমরা তিন ঘণ্টা ধরে খোঁজার পর লাশ উদ্ধার করি।” এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।