সূচক ও লেনদেন উভয়ই কমেছে

Posted on December 26, 2022

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৯টি কোম্পানির ৩ কোটি ১৫ লক্ষ ৮৪ হাজার ৩৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৯৮ কোটি ৮০ লক্ষ ৭৩ হাজার ১০৩ টাকা।

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৫২ পয়েন্ট কমে ৬১৮৯.৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৫০ পয়েন্ট কমে ২১৯১.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫২ পয়েন্ট কমে ১৩৫৪.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মুন্নুু সিরামিক, অরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, অরিয়ন ফার্মা, সী পার্ল, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, এডভেন্ট ফার্মা ও মুন্নু এগ্রো।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিআইসিএল, ইউনিয়ন ক্যাপ, ইন্টাঃ লিজিং, এফএএস ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি ও সোনালি লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মুন্নুু সিরামিক, অরিয়ন ইনফিউশন, মনোস্পুল পেপার, জেমীনি সী ফুড, ই জেনারেশন, ইস্টার্ন কেবলস, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার ও সামিট এলায়েন্স পোর্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০২৫৪০৯৫৭৪৯৩.০০।