সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Posted on January 7, 2023

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৮টির লেনদেন হয়নি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০ দশমিক ৭৩ শতাংশ বা ৪৬১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৩৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৪২২ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ৭৬ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে ওঠানামা করেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ১৬ শতাংশ ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৫২ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৪৪ কোটি ৩১ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৪৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৯ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৯ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ২৮ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।