নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৩) ইপিএস হয়েছে ০.১১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.০৬ টাকা বা ৩৫ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৩৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.০৫ টাকা বা ১২ শতাংশ কমেছে।
২০২৩ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.১৯ টাকায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইনফরমেশন সার্ভিসেসের মুনাফা কমেছে ৩৫ শতাংশ https://corporatesangbad.com/26468/ |