নিজস্ব প্রতিবেদক : অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। এলক্ষ্যে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের নাম ‘ট্রেডফাস্ট’। এর মাধ্যমে ডিএসই ও সিএসই থেকে সহজেই অনলাইনে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রয়্যাল ক্যাপিটালের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাটেক বেনজির ইবনে মিনাত।
এছাড়াও রয়্যাল ক্যাপিটালের সিওও মামুনুর রশীদ, বাণিজ্য প্রধান আনোয়ারুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট এবং আইটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং কোয়ান্টের ডিরেক্টর ও সিইও মো. জাবেদ হোসেন’সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন ট্রেডিং সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করবে ট্রেডফাস্ট। এই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে রয়্যাল ক্যাপিটালের গ্রাহকেরা বিশ্বের যে কোনো জায়গা থেকে লেনদেন করতে পারবেন। এছাড়া ২৪ ঘণ্টা অর্ডার প্লেসমেন্ট সুবিধা’সহ অন্যান্য সুবিধা এর মাধ্যমে দেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রয়্যাল ক্যাপিটাল ওএমএস পদ্ধতি চালু করছে https://corporatesangbad.com/41050/ |