সূচক বাড়লেও কমেছে লেনদেন

Posted on January 3, 2024

পুঁজিবাজার ডেস্ক: বুধবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৯টি কোম্পানির ৯ কোটি ৯৬ লক্ষ৬১হাজার ২৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯২কোটি ১৪লক্ষ ১৯ হাজার ৭৭৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগেরকার্যদিবসের চেয়ে সূচক ২.৬৫পয়েন্ট বেড়ে৬২৩৬.০৭পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে ২০৯২.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮৫ পয়েন্ট বেড়ে ১৩৬১.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- স্ট্যান্ডার্ড ইন্সুঃ, সী পার্ল রিসোর্ট, বিডি থাই, অলিম্পিক এক্সোসরিজ, অরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, গোল্ডেন জুবলি মি.ফা., ইন্ট্র্যাকো রি ফুয়েলিং,সেন্ট্রাল ফার্মা ও সমরিতা হাসপাতাল।

দর বৃদ্ধির শীর্ষেপ্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক এক্সোসরিজ, সেন্ট্রাল ফার্মা, প্যাসেফিক ডেনিমস, ইউনিয়ন ক্যাপ, ইভেন্স টেক্সটাইল, সমরিতা হাসপাতাল, সী পার্ল রিসোর্ট ও মাইডাস ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-প্রাইম ফার্স্ট আইসিবিএ মি. ফা., গোল্ডেন জুবলি মি.ফা., ফার্স্ট প্রাইম ফিন্যান্স মি. ফা., এনসিসিবি মি/ ফা-১, আইসিবি সোনালি ১ মি. ফা., ফু-ওয়াং ফুড, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল,

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৮০৬৫৭৪১২৮২৮০.০০।