রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২৩ এ ১২ টাকা ৮৬ পয়সা, যা ২০২২ এ ছিল ১১ টাকা ৭০ পয়সা, ২০২১ সালে হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা, ২০২০ সালে ৫ টাকা ৬২ পয়সা ও ২০১৯ সালে ছিল ১০ টাকা ৯১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএআই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২৩৯ টাকা ৬৪ পয়সা, ২০২২ সালে ২৫২ টাকা ৯৫ পয়সা, ২০২১ সালে ২৫৬ টাকা ৮১ পয়সা ও ২০২০ সালে ২৪৯ টাকা ৯৫ পয়সা ও ২০১৯ সালে ছিল ২৪৯ টাকা ৮৩ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫ শতাংশ নগদ, ২০২২ সালে ৩৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ, ২০২০ সালে ২৫ শতাংশ নগদ ও ২০১৯ সালে ৫৫ শতাংশ নদগ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষনে দেখা যায় কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩১.১৩ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪.১৩ শতাংশ শেয়ার এবং বাকি ৪৪.৭৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৩৭.০০ টাকা থেকে ৪০৪.৫০ টাকা। গত কাল দর উঠানামা হয়েছে ২৫৩.০০ টাকা থেকে ২৫৬.২০ টাকার মধ্যে। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইপিএস বেড়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের https://corporatesangbad.com/66239/ |