পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এক হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৬৭ লাখ ০১ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ৪০ লাখ টাকার বেশি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ লিমিটেড।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, আইএফআইসি ব্যাংক এবং এবি ব্যাংক পিএলসি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস https://corporatesangbad.com/66953/ |