পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এবি ব্যাংক লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এবি ব্যাংক পিএলসির।
আজ রোববার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৭.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।
আর ১ টাকা ২০ পয়সা বা ৭.০৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, রতনপুর স্টিল, কর্ণফূলী ইন্সুরেন্স, জিকিউ বলপেন, এইচ. আর. টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে এবি ব্যাংক https://corporatesangbad.com/74907/ |