পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১১ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ৯৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩৩ কোটি ৯৬ লক্ষ ৫১ হাজার ৫৬৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৭.৬৮ পয়েন্ট বেড়ে ৫৭৭৬.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে ২০১৪.১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৮৩ পয়েন্ট বেড়ে ১২৫৭.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, তৌফিকা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, আইটিসি, গোল্ডেন সন ও বীকন ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেট্রো স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, তাক্কাফুল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, বীকন ফার্ম, কপাটেক ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, এস্কয়ার নিট ও কেডিএস এক্সেসোরিজ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এমারেল্ড অয়েল, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও এবি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৮৫৮৪৪৩৫৫২৩৬.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে বেড়েছে লেনদেনও https://corporatesangbad.com/76669/ |