রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসির ৩৫০ কোটি টাকা মূল্যের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, এর আগে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৯০৩তম কমিশন সভায় এটির অনুমোদন দেয়া হয়।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৭৩০.০০ টাকা থেকে ১,২১৭.৯০ টাকা। গতকাল দর ছিল ৭৬৬.৪০ টাকা, আজকের ওপেনিং ছিল ৭৬১.৩০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দিনে দর উঠানামা হয়েছে ৭৬১.৩০ টাকা থেকে ৭৬৯.৮০ টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সম্মতি পেল রেনাটা https://corporatesangbad.com/76787/ |