রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৬১ পয়েন্ট। একইসময়ে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (১৫ মার্চ ) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬১ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ সূচক ১২ দশমিক ২৪ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭০ ও ২০১৬ পয়েন্টে।
দেখা গেছে, লেনদেনের দুই ঘণ্টা শেষে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩১২টির এবং ৩৩ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দুই ঘণ্টায় প্রধান সূচক কমেছে ৬১ পয়েন্ট https://corporatesangbad.com/77660/ |