বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু মে মাসে

Posted on April 11, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : গুচ্ছ পদ্ধতির ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী মে মাসে। এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে এই পরীক্ষা।

একই সাথে এই পদ্ধতির যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয় ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার পর দেখা যায়, এসব বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ছিল ১ হাজার ২শর মতো আসন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ফেরদৌস জামান বলেছেন, গুচ্ছ পদ্ধতি নতুন হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে শিগগিরই সমস্যা কেটে যাবে। কোনো আসন যেন খালি না থাকে সেটাও নিশ্চিত করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে কেন্দ্র জটিলতা, ফল প্রকাশে জটিলতাসহ নানা সমস্যার কারণে আসন ফাঁকা থাকে। এসব সমস্যা দূর না করলে এই পদ্ধতির উদ্দেশ্য সফল হবে না।

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন জানিয়েছেন, এবারও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি বলছে, মে মাসে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে ভর্তি প্রক্রিয়া। একই সাথে এই পদ্ধতির সমস্যা সমাধানের চেষ্টাও চলছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বুয়েট নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে। এরই মধ্যে পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।